আগামী ৩১ মার্চের (বৃহস্পতিবার) পর ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারির ফি সরাসরি ক্যাশের মাধ্যমে জমা নেওয়া হবে না। এ ফি দিতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।
ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
ন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের গত ২ নভেম্বর তারিখের ৫৫৯ নম্বর পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকাসহ মোট ৭০ টাকা অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। বর্তমানে অনলাইনের পাশাপাশি অফলাইনে অর্থাৎ সরাসরি ক্যাশের মাধ্যমে এই ফি গ্রহণ করা হচ্ছে। ফলে এ ব্যাপারে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।
এতে বলা হয়, এ জটিলতা নিরসনের লক্ষ্যে আগামী ৩১ মার্চের পরে ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারি ফি বাবদ ৭০ টাকা পেমেন্ট অফলাইনে অর্থাৎ সরাসরি ক্যাশের মাধ্যমে গ্রহণ না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
পরিপত্রে আরও বলা হয়, আগামী ৩১ মার্চের আগে সরাসরি ক্যাশের মাধ্যমে ফি গ্রহণ করার যেসব আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, সেসব আবেদন আগামী ৩১ মের মধ্যে নিষ্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।