তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা অবশ্যই চাই দেশে সবার অংশগ্রহণে একটি সুন্দর অর্থবহ নির্বাচন হোক। কিন্তু কোনো দল অংশগ্রহণ করবে কি করবে না, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। নির্বাচন ভীতির কারণেই তারা সবসময় নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলেন।
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা যেভাবে অগ্নি সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরেছে তার অনেকগুলো মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ অনেক নেতা আসামি। সেসব মামলা এখনও বিচারাধীন। আমি মনে করি, এগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।
তিনি আরও বলেন, বিএনপির চায় তাদের এমন একটি কমিশন বা ব্যবস্থার দরকার যেটি আগে থেকেই নিশ্চয়তা দিতে পারে, বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। এ ধরনের নিশ্চয়তা পেলে তারা সমাধান খুঁজে পাবে। অন্যথায় কোনো সমাধান খুঁজে পাবে না। আর নির্বাচন কমিশনসহ সুশীল সমাজে যে আলোচনায় বসছে সেটি খুবই ইতিবাচক।