শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের হাতে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ৫৭৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ ভাতা ও অবসর সুবিধার মোট ২৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, গত ৬ বছরে ৫০ হাজার ৪ শত ৭২ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীর মাঝে ২ হাজার ২ শত কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্ট থেকে
৮ শত ৯১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার সব সময়ই সক্রিয় রয়েছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সব সময়ই মুক্তিযোদ্ধা, শিক্ষক সব সময়ই শিক্ষক। শিক্ষকদের কাজ শেষ হয়নি। জাতির কল্যাণে নিবেদিত মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। কিছু বিপথগামী আমাদের নতুন প্রজন্মকে জঙ্গিবাদে প্ররোচিত করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সব জায়গায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, কিছু শিক্ষক ক্লাসে পড়ান না, বাসায় গিয়ে টাকা দিলে পড়ান। এটা গ্রহণযোগ্য নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা আইন করা হচ্ছে। নোট বই, গাইড বই ও কোচিং বাণিজ্য থাকবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও ট্রাস্টের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এবং শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বক্তব্য রাখেন।