নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস-ট্রাক্টরের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে নওগাঁর বদলগাছি-নজিপুর সড়কের পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নওগাঁর বদলগাছি উপজেলার সুহাসা গ্রামের জিতু পাহানের ছেলে সিরিজ পাহান (৩৫) ও একই গ্রামের আবদুল জব্বারের ছেলে আবদুর রশিদ (৩৭)। তাঁরা দুজনেই ইটভাটার শ্রমিক ছিলেন। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১২ বছর বয়সী শিশুর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও মহাদেবপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। রাত আটটার দিকে বদলগাছি-নজিপুর সড়কের পয়নারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আজ বৃহস্পতিবার সকালে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন আহমেদ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বাস ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।