জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিবারের মতো এবারো উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল দেশের সব বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট। বাংলা ট্রিবিউন।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিভিন্ন উৎসবের প্রাক্কালে জাল নোট চক্রের অপতৎপরতা বাড়ে। এর পরিপ্রেক্ষিতে রমজান মাসে অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলো।
নির্দেশনায় বলা হয়েছে, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র ঢাকা মহানগরী ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা প্রচার করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, ঢাকাসহ দেশের ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। ব্যাংকের সব শাখার টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে ওই ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে। এ ছাড়া রমজান শেষ হওয়ার ১০ কর্মদিবসের মধ্যে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টে এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদনও পাঠাতে হবে।