নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় আজ রোববার বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এতে গরমের ভাব খুব কমবে না বলেই আবহাওয়াবিদদের ধারণা।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, রাজধানী ঢাকায় আজ সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন মোটামুটি একই সময় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দিনের তাপমাত্রা বেশি থাকায় তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না এতে।
ওমর ফারুক বলেন, কয়েক দিন ধরে রংপুরে ও ময়মনসিংহ অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলায় বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরও সপ্তাহখানেক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরের জনপদ নীলফামারির সৈয়দপুরের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।