অনিয়মের তদন্ত চান সদস্য সচিব নিয়োগ নিয়ে তেলেসমাতি কান্ড! মোবাইল ফোন জব্দ নিয়ে লুকোচুরি খেলা নিয়োগ কমিটির প্রধানের

অনিয়মের তদন্ত চান সদস্য সচিব নিয়োগ নিয়ে তেলেসমাতি কান্ড! মোবাইল ফোন জব্দ নিয়ে লুকোচুরি খেলা নিয়োগ কমিটির প্রধানের

শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে তেলেসমাতি কাণ্ড ঘটেছে। প্রশ্নপত্র তৈরির সময় স্বচ্ছতার দোহাই দিয়ে নিয়োগ কমিটির পাঁচ সদস্যের প্রত্যেকের মোবাইল জব্দ করে নেন কমিটি প্রধান ও প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রাহেদ হোসেন। নিজের মোবাইল জব্দ করার বিষয়টি সবাইকে জানানো হলেও অজ্ঞাত কারণে দিনব্যাপী মোবাইল খোলা রাখেন তিনি। কথাও বলেন বিভিন্ন জনের সঙ্গে। প্রশ্নপত্র তৈরির মতো অতি সংবেদনশীল কার্যক্রমে মোবাইল নিয়ে এমন লুকোচুরির ঘটনা হতবাক করেছে নিয়োগ কমিটির সবাইকে।

এদিকে অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছাপানো থেকে শুরু করে আইসিটির যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী কর্মচারীদের দিয়েই। এক্ষেত্রেও মোবাইল জব্দের ঘটনা ঘটেছে। তবে দায়িত্বরত কর্মচারীদের অনেকের সঙ্গে  মোবাইল বহন করেই সংবেদনশীল এই দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। একজনের পরীক্ষা অন্যজন দেয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। এক্ষেত্রে পরীক্ষার্থীর প্রবেশপত্রে অন্যজনের ছবি ব্যবহার করে তাকে পরীক্ষার্থীর পক্ষে বাইরের লোককে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও উৎকোচ লেনদেন হয়েছে বলেও গুঞ্জন রয়েছে শিক্ষা ভবনে।    বিস্তারিত

জাতীয়