এনায়েত উল্যাহর সম্পদের পাহাড়

এনায়েত উল্যাহর সম্পদের পাহাড়

খন্দকার এনায়েত উল্যাহ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তার রয়েছে সম্পদের পাহাড়। নামে-বেনামে আছে ২১৬ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া হিসাব থেকে এই সম্পদের তথ্য মিলেছে। তথ্য ঘেঁটে দেখা যায়, সম্পদের হিসাবে যে দাম দেখানো হয়েছে, তা বর্তমান বাজারদরের চেয়ে অনেক কম।

জানা যায়, গত বছরের মাঝামাঝিতে এনায়েত উল্যাহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি জমা পড়ে। তাতে বলা হয়, রাজধানীর উপকণ্ঠের বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে প্রতিদিন এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় করেন এনায়েত উল্যাহ। পরে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এই পর্যায়ে এনায়েত উল্যাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান আলাদাভাবে সম্পদের হিসাব দুদকে জমা দেন। এখন ওই সম্পদের উৎস যাচাই-বাছাই চলছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য