টিকিটের লাইনে দাঁড়িয়ে ইফতার-সেহেরি ১ হাজার টাকার কেবিনের টিকিট সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি

টিকিটের লাইনে দাঁড়িয়ে ইফতার-সেহেরি ১ হাজার টাকার কেবিনের টিকিট সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি

শামসুল হক। পেশায় একটি দোকানের সেলসম্যান। বাড়ি লালমনিরহাটে। সোমবার রাতে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে ছিলেন। মঙ্গলবার সকাল ১২ টার দিকে কাউন্টার থেকে বলা হয় টিকিট শেষ। বাধ্য হয়ে শামসুল বুধবার বিক্রি করা টিকিটের জন্য লাইন ধরেন। 

এমন করে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ১ নম্বর থেকে ৫ নম্বর কাউন্টারে রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসের জন্য টিকিট কাউন্টারে দাঁড়ানো টিকিট প্রত্যাশীর সিরিয়াল ছিল ২২০। সেই লাইন কতদূর পর্যন্ত যাবে তা সময়ই বলে দেবে বলে আগত টিকেট প্রত্যাশীরা জানিয়েছেন। যারা লাইন ধরেছেন তাদের অনেকে আবার শঙ্কা প্রকাশ করে বলছেন, ‘লাইনে তো দাঁড়াচ্ছি। ইফতার করব। রাতও জাগবো। সাহরি করব। এখন সিরিয়াল অনুযায়ী টিকিট মিলবে কিনা তা নিয়ে টেনশনের মধ্যে থাকতে হবে।’

এর আগে দুপুরে রেলস্টেশনের কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের প্রচণ্ড ভিড় ছিল। অর্ধদিন লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ টিকিট না পেয়ে এক ধরনের হৈ চৈ করে ক্ষোভ প্রকাশ করছেন। এরই মধ্যে এক যুবক ২৭ এপ্রিলের ৬টি টিকিট বের করে বিক্রি করছেন। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৬টি টিকিটই কেবিনের। টিকিটগুলো অনলাইনে সহজ ডটকম থেকে কাটা হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৪ টা ৩০ মিনিট। ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত এসি কেবিনের টিকিট মূল্য ৯৮৫ টাকা। এই টিকিটের দাম হাঁকা হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা। বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ