রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠে কলাবাগান থানার ভবন নির্মানের সিদ্ধান্ত বাতিলের নিদের্শ দেয়ার জন্য সুশীল সমাজের প্রতিনিধি জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুলু আরো বলেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমান করলেন তিনি বঙ্গবন্ধু’র একজন সুযোগ্য কন্যা।
তিনি আরো বলেন খেলার মাঠ কমে যাওয়া, উন্মুক্ত জায়গা না থাকা, পুকুর ও লেকের সংখ্যা কমে যাওয়ায় তরুণদের খেলাধুলা ও বিচরণ করার সুযোগ কমে গেছে। এতে তাদের সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতার বিকাশ রুদ্ধ হচ্ছে। অপরাধ প্রবণ হয়ে উঠছে। দেশের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়। শিশু-কিশোরদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে উন্মুক্ত খেলার মাঠ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘনবসতিপূর্ণ শহরে ইচ্ছা করলেই কেউ শিশুদের জন্য খেলার মাঠ দিতে পারবে না। তেঁতুলতলা খেলার মাঠটি স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের জন্য ক্ষুদ্র পরিসরে একমাত্র খেলার মাঠ, স্থানীয় কেউ মারা গেলে এখানে জানাজা হয়, ঈদের জামাত হয় এবং বিভিন্ন জাতীয় দিবস ও সামাজিক অনুষ্ঠানাদি আয়োজিত হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ একটি মাঠ কোনোভাবেই হারিয়ে যেতে দেয়া যায় না এবং দেয়া উচিৎও নয়।