দেখামাত্র গুলি ॥ শ্রীলঙ্কায় সেনা ও পুলিশকে বিশেষ ক্ষমতা প্রদান

দেখামাত্র গুলি ॥ শ্রীলঙ্কায় সেনা ও পুলিশকে বিশেষ ক্ষমতা প্রদান

চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের একদিন পর মঙ্গলবার সামরিক বাহিনী ও পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এর ফলে তারা কোন পরোয়ানা ছাড়াই বিক্ষোভকারীদের গ্রেফতার করতে পারবে। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে। প্রবল জনরোষের মুখে রাজাপাকসে তার পরিবার নিয়ে হেলিকপ্টারযোগে রাজধানী কলম্বো ছেড়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি শহরের একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেরও পদত্যাগ দাবি করছেন।

মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবর এনডিটিভি, বিবিসি ও আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারকে হেলিকপ্টারে করে নৌঘাঁটিতে নেয়া হয়। তবে কলম্বো থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে নৌঘাঁটির বাইরেও বিক্ষোভ অব্যাহত থাকে। এদিকে দেশটিতে একদিনের সহিংসতায় ক্ষমতাসীন দলের এক এমপিসহ কমপক্ষে আটজন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে লড়াই করছে। জ্বালানি, খাদ্য এবং ওষুধের ঘাটতি এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার মানুষকে রাস্তায় নিয়ে আসে। সোমবার গভীর রাতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ক্ষমতাসীন রাজনীতিবিদদের ওপর হামলা চালায়, তাদের বাড়িঘর, দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার কলম্বো থেকে এক প্রতিবেদনে বলা হয়, সেখানে সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। রাস্তায় সামরিক বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী সন্দেহভাজন যে কাউকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা পর্যন্ত আটক রাখতে পারবে। আর যে কোন ব্যক্তিগত সম্পত্তি সেনাবাহিনী অনুসন্ধান করতে পারবে। তবে এই ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সংঘাত নিয়ন্ত্রণে সোমবারই দেশজুড়ে কার্ফু জারি করা হয়। যার মেয়াদ বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে বিরোধীদের দাবি মেনে সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করছেন না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও সোমবার বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কার্ফু উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যায়। দিনভর বিক্ষোভ-সংঘর্ষ ছাড়াও এদিন ক্ষমতাসীন আইনপ্রণেতাদের ও প্রাদেশিক রাজনীতিকদের বাড়ি-দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ভারত মহাসাগরের দ্বীপ দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোর পরিস্থিতি মোটের ওপর শান্তই আছে বলে জানা গেছে। কলম্বো সড়কগুলোতে হাজার হাজার সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। তাদের উপস্থিতির মধ্যেই মঙ্গলবার বিকেলে কলম্বোর একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার ওপর হামলা করেছে উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়া বিক্ষোভকারীদের যথেষ্ট সুরক্ষা দিচ্ছেন না। বিক্ষোভকারীরা মঙ্গলবারও কলম্বোর ‘গল ফেস গ্রিন’- এ জড়ো হওয়া অব্যাহত রাখে।

আন্তর্জাতিক