নিজস্ব প্রতিবেদক
বিদেশি মুদ্রা আদায়ে পণ্য আমদানির ঋণপত্র বা এলসি মার্জিন পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। কিছু অত্যাবশ্যকীয় ছাড়া বাকি সব পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোকে ৫০ থেকে ৭৫ শতাংশ এলসি মার্জিন আরোপ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে গত ১১ এপ্রিল জারি করা নির্দেশনাটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) অবিলম্বে কার্যকর এই নতুন নির্দেশ জারি করেছে, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের কথা বিবেচনা করে ঋণ ও সমন্বিত বৈদেশিক মুদ্রার উত্তম ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ব্যাংক আগের এলসি মার্জিন পরিবর্তন করেছে বলে নির্দেশনায় বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক মোটর গাড়ি, হোম অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক পণ্যগুলোর জন্য সর্বনিম্ন ৭৫ শতাংশে ক্রেডিট খোলার মার্জিন নির্ধারণ করেছে।
শিশুখাদ্য, অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য ও জ্বালানি, জীবনরক্ষাকারী ওষুধ, স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প এবং কৃষি সংশ্লিষ্ট পণ্য ব্যতীত অন্য সব পণ্য ও পণ্য আমদানিতে এলসি খোলার জন্য ন্যূনতম ৫০ শতাংশ মার্জিন সংরক্ষণ করতে বলা হয়েছে।