তেলের পর বেড়েছে পেঁয়াজের দাম

তেলের পর বেড়েছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

ভোজ্য তেলের পর এবার বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে কেজি প্রতি ৫ থেকে ৮টা বেড়ে দাম দাঁড়িয়েছে ৪০টাকা করে। শুধু পেঁয়াজই নয় দাম বেড়েছে আদা, রসুনেরও। একদিনের ব্যবধানেই দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। প্রাইকারি ব্যবসায়ী ও ক্রেতাদের আশংকা- এ দাম আরও বাড়বে।

বুধবার (১১ মে) রাজধানীর পাইকারি মার্কেট কাওরানবাজার সরেজমিনে দেখা যায়- বাড়তি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি ৮টাকা। গত দুইদিন আগে যেখানে প্রাইকারি কেজি প্রতি বিক্রি হয়েছে ৩২টাকা; সেখানে এখন বেড়ে দাঁড়িয়েছে ৪০টাকা। যা খুচরা বাজারে ফেলেছে প্রভাব।

এ বিষয়ে কথা হয় কাওরানবাজারের পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসায়ী গোলাম রহমান বলেন, গত দুই আগে কেজি বিক্রি করছি ৩২টাকা, গতকাল ছিলো ৩৫টাকা আর আজকে বিক্রি করতেছি ৪০টাকা করে। দাম কিছুটা বেড়েছে। আড়তদারদের থেকেই বেশি দামে কিনতে হচ্ছে।

আরেক ব্যবসায়ী নিজামুদ্দিন বলেন, আজকে কেজি প্রতি ৩টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। তাই আমাদেরও ৩ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ফলে দাম বেড়ে গেছে। দাম আরও বাড়তে পারে মনে হচ্ছে।

এ বিষয়ে কথা হয় পাইকারি পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতার সাথে। তিনি বলেন, ছেলের বিয়ের বাজার করতে আসছি। পেঁয়াজ গতকাল দেখে গেছি কেজি ৩৫টাকা কিন্তু আজ এসে দেখি ৪০টাকা হয়ে গেছে। একদিনের ব্যবধানেই দাম বেড়ে গেছে। আরও নাকি দাম বাড়তে পারে শুনা যাচ্ছে। এমনিতেই তেলের দাম বাড়তি, এভাবে যদি সব কিছু বাড়তে থাকে তাহলে কিভাবে কি হবে!

সারাদেশ