বাংলাদেশে টাকা আত্মসাতের অভিযোগে পশ্চিমবঙ্গের সাত থেকে আটটি স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি’র তদন্তকারীরা।
শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের তিনটি জায়গায় একইসাথে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার।
স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে শহর থেকে জেলায় জেলায় চলছে ইডি’র হানা।
এখনো যে তথ্য উঠে আসছে, তাতে জানা যাচ্ছে, সুকুমার মাছ ব্যবসার আড়ালে হাওয়ালার কারবারে যুক্ত। বিভিন্ন জায়গায় জমি জায়গা কিনে ব্যবসা করেন তিনি। অশোকনগরে তার একাধিক বাড়ি ও দোকান। এর সাথে উঠে আসছে প্রশান্ত হালদার নামে এক ব্যক্তির নাম। প্রশান্ত হালদারের মারফত এ ভারতে টাকা নিয়ে আসেন সুকুমার।
শুক্রবার অশোকনগরে সুকুমার মৃধাসহ প্রণব হালদার ও স্বপন মিশ্রের বাড়িতে একযোগে হানা দেন ইডির কর্মকর্তারা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা