টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ  শ্রীলংকার দুই ওপেনারকে ফেরালেন নাঈম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলংকার দুই ওপেনারকে ফেরালেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক

 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ রোববার থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। টস জিতে আগে ব্যাটিং করছে সফরকারীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত লংকানদের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। কুশল মেন্ডিস ২৭ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ০ রানে ক্রিজে আছেন ।

বাংলাদেশের হয়ে উইকেট দুটি নেন নাঈম হাসান। ইনিংসের অষ্টম ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ২৩ রানের মাথায় শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফেরান এই অফস্পিনার। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১৭ বলে ৯ রান করেন করুনারত্নে। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলংকা রিভিউ নিলেও কাজে দেয়নি তা।

দ্বিতীয় উইকেটে ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস জুটি বড় করার চেষ্টা করলেও থামিয়ে দেন নাঈম। লিটনের ক্যাচ বানিয়ে ফেরান ওশাদাকে (৩৬)। মেন্ডিসের সঙ্গে ৪৩ রানে জুটি গড়েছিলেন এই ওপেনার।

তার আগে পঞ্চম ওভারে রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। শরিফুলের বলে বাংলাদেশ এলবিডাব্লিউর আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে।

তিনজন স্পিনার আর দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন ইয়াসির আলী রাব্বি। এছাড়াও বাদ পড়েছেন এবাদত হোসেন।

খেলাধূলা