সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের দলের প্রাথমিক সদস্য করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচন সামনে রেখে বিপুলসংখ্যক মানুষকে দলের প্রত্যক্ষ সংস্পর্শে নিয়ে আসতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলে প্রায় এক কোটি নতুন সদস্য যুক্ত হবে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।
পাশাপাশি এবার অন্য দলের কর্মী-সমর্থকদেরও সদস্য হওয়ার সুযোগ দিতে চায় আওয়ামী লীগ।
নানা সমালোচনার কারণে আগে বিশেষ করে বিএনপি-জামায়াত থেকে দলে লোক ভেড়ানো বন্ধ রাখা হয়েছিল। জাতীয় নির্বাচন সামনে রেখে এখানেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, এত দিন শুধু আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেই দলের প্রাথমিক সদস্য হওয়া ও সদস্য পদ নবায়নের ফরম বিতরণ করা হতো। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তা সবার জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, বঙ্গবন্ধুর প্রতি অনুগত এমন যে কেউ দলের সদস্য হতে পারবেন। তবে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের এ সুযোগ দেওয়া হবে না। নানা কারণে এত দিন বিএনপি বা অন্য দলকে যাঁরা সমর্থন করেছেন তাঁরাও আওয়ামী লীগের সদস্য হতে পারবেন। তবে অন্য দলের সমর্থকদের আওয়ামী লীগের কোনো পর্যায়ের কমিটির নেতৃত্বের পদ দেওয়া হবে না।বিস্তারিত