জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে আগ্রহ কমেছে অপেক্ষাকৃত তরুণ এমপিদের। একাদশ জাতীয় সংসদে উপস্থিতি থেকে শুরু করে আইন প্রণয়নসহ সংসদ কার্যক্রমে সরকারি ও বিরোধীদলের প্রবীণ এমপিদের অংশগ্রহণ তরুণ এমপিদের তুলনায় বেশি বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা।
গত তিন বছরে (সংসদের পঞ্চদশ অধিবেশন পর্যন্ত) ১৫৭ কার্যদিবসে এমপিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪০ দিন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন-২৮-এর সৈয়দা রুবিনা আক্তার।
সবচেয়ে কম মাত্র ৫ দিন সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-৫ আসনের একেএম সেলিম ওসমান। তবে সরাসরি নির্বাচিত ও সংরক্ষিত আসনের নারী এমপিদের উপস্থিতি ছিল সবচেয়ে সন্তোষজনক। তাদের বেশিরভাগেরই সংসদে উপস্থিতি ৯৭ দিন থেকে ১৩৭ দিন পর্যন্ত।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিগত সংসদগুলোতে বিশেষ করে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদে অপেক্ষাকৃত তরুণ এমপিদের অধিবেশন কার্যক্রমের প্রতি আগ্রহ তুলনামূলক বেশি ছিল। বর্তমান সংসদে প্রবীণ এমপিদের অধিবেশনে উপস্থিতির হার বয়সে তরুণ বা প্রথমবার এমপি হয়েছেন তাদের চেয়ে অনেক বেশি।বিস্তারিত