যুগান্তকারী ব্যবস্থা ॥ পেনশন পাবে ৮ কোটি ৩২ লাখ মানুষ

যুগান্তকারী ব্যবস্থা ॥ পেনশন পাবে ৮ কোটি ৩২ লাখ মানুষ

  • খসড়া আইন মন্ত্রিসভায় উঠবে ২ জুন
  • নতুন বাজেটে রূপরেখা ঘোষণা করবেন অর্থমন্ত্রী
  • আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার পূরণ হবে

এম শাহজাহান ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার পূরণে প্রায় আট কোটি ৩২ লাখ মানুষকে সাবর্জনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারী চাকরিজীবী ছাড়া যাদের বয়স ১৮ থেকে ৫০ বছর এমন সব নাগরিক পেনশন সুবিধার আওতায় আসবেন। এ ক্ষেত্রে সমাজের স্বল্প আয়ের পিছিয়েপড়া অনগ্রসর নাগরিকদের সবচেয়ে বেশি সুবিধা দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। নিম্ন আয়সীমার নিচের নাগরিকদের অথবা দুস্থ চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে দিয়ে দেবে। সবার জন্যই পেনশন নিশ্চিত করতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ লক্ষ্যে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২২’ শিরোনামের খসড়া আইনটি আগামীকাল ২ জুন অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। এ ছাড়া আগামীকাল অর্থবছরের নতুন বাজেটে সবার জন্য পেনশন সুবিধা চালু করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে গত ফেব্রুয়ারি মাসে সার্বজনীন পেনশন ব্যবস্থা দ্রুত চালু করতে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা বলছেন, আগামী অর্থবছর থেকেই সবার জন্য পেনশন সুবিধা চালু করার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি রোডম্যাপ প্রণয়ন করেছে অর্থবিভাগ।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ