বাজেট অধিবেশন, যেদিন যা থাকছে

বাজেট অধিবেশন, যেদিন যা থাকছে

শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। রবিবার (৫ জুন) বিকাল ৫টায় শুরু হবে এ অধিবেশন। বাংলাদেশের আর্থিক বছরের হিসাব অনুযায়ী জুলাই-জুনকে অর্থবছর ধরা হয়।

২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট দিতে যাচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার (৯ জুন) নতুন অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওইদিন বিকাল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। একই দিন ২০২২ সালের অর্থবিল পেশ করবেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবার বিকাল ৩টায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা হবে।

২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যয় মঞ্জুরি দাবির উপর ভোটগ্রহণ। একইদিন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২২ উপস্থাপন বিবেচনা ও পাস। বাজেট অধিবেশনের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জুন থেকে ২৮ জুন ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

২৯ জুন বুধবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তি দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং বাজেট আলোচনার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য ২০২২ সালের অর্থবিল বিবেচনা ও পাস হবে। ৩০ জুন বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

জাতীয়