সাবেক সাংসদ গোলাম মাওলা রনির অবৈধ ভবন উচ্ছেদ

সাবেক সাংসদ গোলাম মাওলা রনির অবৈধ ভবন উচ্ছেদ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে নির্মিত পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার (রনি) অবৈধ ভবন উচ্ছেদ করেছে প্রশাসন।

তবে গোলাম মাওলা রনির দাবি ৫ শতাংশ জমি তাঁর পৈতৃক সম্পত্তি। প্রশাসন কেন তাঁর বসতবাড়ি উচ্ছেদ করছে, তা তিনি জানেন না। বিষয়টি নিয়ে তিনি আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চান্দিনা ভিটা বন্দোবস্ত নিয়ে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় সাবেক এমপি গোলাম মাওলার ভবন ছাড়াও ওই বাজারের অন্তত ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার উলানিয়া বন্দর বাজারে ব্যবসার জন্য চান্দিনা ভিটা হিসেবে এক বছর মেয়াদে কিছু সরকারি জমি বন্দোবস্ত নেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা। চান্দিনা ভিটায় পাকা স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও তিনি সেখানে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণ করেন। এছাড়াও সেখানে আরও ১৫টি স্থাপনা পাকা করা হয়।

ওই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলতে ২০১৩, ২০১৮ ও সর্বশেষ চলতি বছর নোটিশ দেয় জেলা প্রশাসন। কিন্তু একাধিকবার নোটিশ দিয়েও সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি গোলাম মাওলা রনিসহ অন্যান্যরা। তাই সেখানে উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, উলানিয়া বন্দর বাজারে সাবেক সংসদ সদস্যসহ অনেকেই অবৈধভাবে সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। বাজারের ৫ শতাংশ সরকারি জমি সাবেক সংসদ সদস্যের দখলে। শুধু তিনিই নন, ওই বাজারে অন্তত ১৫ জন অবৈধ দখলদার আছেন। তাঁদের অবৈধ দখলে অন্তত ৩০ শতাংশ জমি। সরকারি জমি উদ্ধারে আজ থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা এ বিষয়ে বলেন, ওই ৫ শতাংশ জমি তাঁর পৈতৃক সম্পত্তি। ১৯৬০ সাল থেকে সেখানে তাঁর পরিবার বসবাস করে আসছে। এ বিষয়ে উচ্চ আদালতে তিনি একটি রিট দাখিল করেছেন। এরপরও প্রশাসন কেন তাঁর বসতবাড়ি উচ্ছেদ করছে, তা তিনি জানেন না। বিষয়টি নিয়ে তিনি আদালতে যাবেন।

সারাদেশ