ইতিহাস গড়ে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

ইতিহাস গড়ে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

প্রত্যাশিত ছিলই। অবশেষে জয় পেলেন ভারতে ক্ষমতাসীন জোট এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে তিনি বিরাট ব্যবধানে পরাজিত করলেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। গণনা শেষের পর রাতে জানা গেল ভারতের ১৫তম রাষ্ট্রপতির নাম।

প্রতিটি রাউন্ডেই প্রতিপক্ষের থেকে অনেক এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। তার ধারে-কাছেও ছিলেন না যশবন্ত সিনহা।

দ্রৌপদীর জয়ে ভারত পেল দেশের ইতিহাসে প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি।

আদিবাসী আবেগে ভর করেই এবার প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত প্রার্থী যশবন্ত সিনহাকে সর্বসম্মতভাবে সমর্থন করেছে বিরোধী দলগুলো।

গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৯৯ শতাংশ ভোট পড়ে সেদিনই। দেশের ৭৭১ জন সাংসদ এবং ৪ হাজার ২৫ জন বিধায়ক ভোটপ্রক্রিয়ায় অংশ নেন। বৃহস্পতিবার, সংসদ ভবনে শুরু হয় ভোটগণনা।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আন্তর্জাতিক