গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবদুল বাশার জানান, কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ ঘটে। অটোরিকশার চালকসহ দু’জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। চিকিৎসকের পরামর্শে দু’জনকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি। নিহতেদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ