মেয়রের নির্দেশের ছয় মাস পরও কোনো কাউন্সিলর রাস্তা দখলকারীদের তালিকা করেননি।
- একজন কাউন্সিলর বলেন, তালিকা তৈরি করতে গেলে রাজনৈতিকভাবে নানা ঝামেলা হয়।
- আরেকজন কাউন্সিলর বলেছেন, মেয়রের নির্দেশের পর কোনো চিঠি আসেনি, তাই তালিকা করা হয়নি।
- ঢাকা উত্তর সিটিতে আগে ওয়ার্ড ছিল ৩৬টি। ২০১৭ সালের জুলাই মাসে আরও ১৮টি ওয়ার্ড যুক্ত হয়।
বিভিন্ন ওয়ার্ডে রাস্তার জায়গা কারা দখলে রেখেছে, সে তালিকা মেয়রকে দিতে চান না কাউন্সিলররা। ছয় মাস আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রতিটি ওয়ার্ডে রাস্তা দখলকারীদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন কাউন্সিলরদের। কিন্তু একজনও তালিকা জমা দেননি। ঢাকা উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪টি।
দখল হওয়া রাস্তার তালিকা না দেওয়ার বিষয়ে ১০ জন কাউন্সিলরের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলছেন, গত ২৭ জানুয়ারি সিটি করপোরেশনের ভার্চ্যুয়াল বোর্ড সভায় রাস্তা দখলকারীদের তালিকা দিতে নির্দেশ দিয়েছিলেন মেয়র। কিন্তু এ নিয়ে পরে আলাদাভাবে আর কোনো চিঠি বা নোটিশ দেওয়া হয়নি। তাই তাঁরা দখলদারদের তালিকা করেননি। তা ছাড়া মেয়রের নির্দেশ দেওয়ার পর বহু দিন চলে গেছে, অনেকে ভুলেও গেছেন। মেয়রও বিষয়টি নিয়ে আর কিছু বলেননি।বিস্তারিত