সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে টানা পঞ্চম ম্যাচে টস হারলো বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচেও টস হেরে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ।

এরই মধ্যে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এই ম্যাচে তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মোসাদ্দেক হোসেন, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। অর্থাৎ ব্যাটার একজন কমিয়ে বোলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে যাওয়া জিম্বাবুয়ে তাদের একাদশে এনেছে পাঁচ বদল। চোটে পড়ায় একাদশের বাইরে ছিটকে গেছেন রায়ান বার্ল। রান না পাওয়ায় বাদ পড়েছেন ওপেনার তেরেসাই মুসাকান্দা। একাদশে নেই ভাল বল করা রিচার্ড এনগারাভাও। অভিষেক হচ্ছে পেসার ব্রেড ইভান্সের। ব্যাটার টনি মুনুইউঙ্গাও পাচ্ছেন ওয়ানডে ক্যাপ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল আহমেদ, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, তানাকা চিবাঙ্গা, ব্রেড ইভান্স, লুক জঙ্গুই, ইনোসেন্ট কাইয়া, টাকুদওয়ানশে কাইটানো, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানশে মারুমানি, টনি মুনুইউঙ্গা, ভিক্টর নিউউচি, সিকান্দার রাজা।

খেলাধূলা