ডলার কারসাজি, ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণ

ডলার কারসাজি, ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণ

 

নিজস্ব প্রতিবেদক

ডলার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর এ-সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের ট্রেজারি বিভাগের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ট্রেজারি অপারেশনে অতিরিক্ত মুনাফা করায় পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের কারসাজি রোধে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোতে ধারাবাহিক অভিযানও পরিচালিত হচ্ছে।

এদিকে ডলার ও ইউরোর দর এখন সমান সমান। এ দুই মুদ্রা গতকাল খোলাবাজারে ১১৪ থেকে ১১৫ টাকায় কেনা-বেচা হয়েছে। অবশ্য, কেন্দ্রীয় ব্যাংকের আন্তব্যাংক নির্ধারিত দর রয়েছে মার্কিন ডলার ৯৪ টাকা ৭০ পয়সা ও ইউরো ৯৬ টাকা ৪৫ পয়সা।

অর্থ বাণিজ্য