ফেনীতে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী ফেরদৌসের সংবাদ সম্মেলন

ফেনীতে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী ফেরদৌসের সংবাদ সম্মেলন

ফেনীতে স্বামীর নির্যাতন ও প্রতারণায় অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করে প্রতিকার চেয়েছেন এক গৃহবধু। তার নাম ফেরদৌস আরা। তিনি ফাজিলপুর ইউনিয়নের আবুল খায়েরের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ আবুল কাশেমের স্ত্রী। সোমবার দুপুরের দিকে ফেনী শহরের পুলিশ কোয়ার্টারস্থ একটি বাড়িতে এ সংবাদ সম্মেলনে স্বামী কতৃক নির্যাতিত হতভাগী গৃহবধু ফেরদৌস জানান, ২০১৭ সালে র ফাজিলপুরের সাইফুল ইসলামের সাথে । তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেকার স্বামীকে কর্মসংস্থান করতে – ফেনীর সর্বোচ্চ পর্যায়ের এক ন জনপ্রতিনিধির কাছে তদবীর করে একটি চাকুরীর ব্যবস্থা করে দেন ওই নারী। এরপরও স্বামী সাইফুল বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে স্ত্রী ফেরদৌসের কাছ থেকে ব্যবসা করার কথা বলে নগদ ৭২ লাখ টাকা ও স্বর্ণালংকার বন্ধক রেখে লাখ লাখ টাকা নিয়ে যায়। আমার স্বামী অন্য নারী নিয়ে আমার বাসায় অনৈতিক কাজ করায় আমি বাধা দিলে সে আমাকে হত্যা চেষ্টা করে। আমার থেকে নেয়া টাকাগুলো ফেরত চাইলে আমার উপর নিয়মিত নির্যাতন করতে থাকে সাই ফুল। এক পর্যায়ে আমি নির্যাতন সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে ৪টি প্রতারণা ও নির্যাতনের মামলা দায়ের করতে বাধ্য হই। ওই মামলায় সে বর্তমানে কারাগারে থেকেও আমাকে একটি নাম্বার থেকে কল দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। নির্যাতিত ওই গৃহবধূ ফেরদোস আরো জানান, এর আগে আমার দুই ব্যক্তির সাথে বিয়ে হয়। নানা সমস্যায় আমার সাথে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আমার টাকার লোভে পড়ে সাইফুল আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি এতে রাজী না হওয়ায় সে কিডন্যাপ করে ভয়-ভীতি দেখিয়ে আমাকে বিবাহ করে। বিয়ের পর থেকে তার নির্যাতন ও প্রতারণা আমাকে অস্থির করে তুলেছে। স্বামী সাইফুল ইসলামের নির্যাতন থেকে বাঁচতে ফেনীর সাংসদ নিজাম হাজারী প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন গৃহবধূ ফেরদোস আরা।

অপরাধ জাতীয় শীর্ষ সংবাদ সারাদেশ