মানিকগঞ্জ সওজ উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন আশিলান বাড়ি সহ একাধিক ফ্ল্যাট মালিক

মানিকগঞ্জ সওজ উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন আশিলান বাড়ি সহ একাধিক ফ্ল্যাট মালিক

নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) :  মানিকগঞ্জ সড়ক ও জনপথ উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের আশিলান বাড়ি সহ একাদিক ফ্ল্যাট রয়েছে ঢাকা। রয়েছে কোটি টাকার জমি ও কাঁড়ি কাঁড়ি টাকা।কোটি টাকার রয়েছে এফডিআর অথচ মো. আনোয়ার হোসেনের চাকরির বয়স মাত্র ১৬ বছর। চাকরি জীবনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি কোটি টাকা ও সম্পদের মালিক বনেছেন। জানা গেছে, মো. আনোয়ার হোসেন ২০১৫ সালে বেসিক মমতাজ মহল বি-৫, বাড়ি-০২, রোড নং-৯/বি, সেকটর- ০৭, উত্তরা, ঢাকা ফ্ল্যাট ক্রয় করেন।যার শুধু উত্তরা ফ্ল্যাটি বাজার মূল্য আনুমানিক প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা। রয়েছে মিরপুর ডি,ও, এইচ,এস কোটি টাকার দামে ফ্ল্যাট ।তার নিজ জেলা সিরাজগঞ্জে আলিশন বাড়ি সহ আনুমানিক ৫০ বিঘা জমি রয়েছে।গাজীপুর ও ঢাকা সহ একাদিক বাড়ি ও প্লট রয়েছে। ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ ময়মসসিংহ সহ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা।মোঃ আনোয়ার হোসেনের পরিবার বর্তমানে উত্তরায় উন্নত মডেলের প্রাইভেট গাড়ীতে চলাফেরা করেন।যাহার গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো- গ, ২৮-৮৬৭১। অবৈধ সম্পদ নিয়ে সড়ক ও জনপথ বিভাগসহ মানিকগঞ্জ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী মহলের মধ্যে রয়েছে নানা কৌতূহল। এ ব্যাপারে সওজ ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগও রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জ সড়ক উপ-বিভাগের এক কর্মকর্তা বলেন, মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সওজ বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তিনি সবাইকে ম্যানেজ করে ফেলেন। সম্প্রতি এ বিষয়ে দুদক চেয়ারম্যান, দুনীর্তি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকা, একটি অভিযোগও জমা পড়েছে। এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অভিযোগ উঠেছে, ময়মনসিংহ থাকাকালীন সময়ে সরকারি অর্থ আত্মসাৎ করে অঢেল সম্পদের মালিক হয়েছেন মো. আনোয়ার হোসেনে।মানিকগঞ্জ বেশ কিছু ঠিকাদার ঠিকাদার প্রতিষ্ঠান থেকে নিয়মিত উৎকোচ গ্রহন করে অবৈধ সম্পদের মালিক বনে গেছেন তিনি।

অপরাধ জাতীয় শীর্ষ সংবাদ