সত্যিই কী উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে রাশিয়া?

সত্যিই কী উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে রাশিয়া?

উত্তর কোরিয়া থেকে লাখ লাখ আর্টিলারি শেল (গোলা) এবং রকেট কিনছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সম্প্রতি প্রকাশিত এক গোয়েন্দা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

এ বিষয়ে প্রথম রিপোর্ট করে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে ওই প্রতিবেদনে এই সব অস্ত্রসামগ্রী কেনার সময় ও পরিমাণ নিয়ে বিশদ কোন তথ্য দেওয়া হয়নি।

স্বল্প-পাল্লার রকেট এবং আর্টিলারি শেল ছাড়াও রাশিয়া ভবিষ্যতে উত্তর কোরিয়া থেকে আরও সামরিক সরঞ্জাম কিনতে পারে বলেও দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা, এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার অস্ত্র কেনার দিকে ঝুঁকছে। ওই কর্মকর্তা বলেন, ‘আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় ইউক্রেনে সামরিক সরঞ্জামের অভাবে ভুগছে রাশিয়া। ’যদিও এ বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে এখনো চুপচাপ পিয়ংইয়ং ও মস্কো।

আন্তর্জাতিক