সমানতালে বাড়ছে ডেঙ্গু ও করোনা

সমানতালে বাড়ছে ডেঙ্গু ও করোনা

করোনা ও ডেঙ্গুর দাপট সমানতালে বাড়ছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ছিল ৬.৯৪ শতাংশ, যা ৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। অন্যদিকে গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৯ জন ডেঙ্গু রোগী।আগের দিন ভর্তি হয়েছিলেন ২৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়া ডেঙ্গু রোগীর চেয়ে নতুন রোগী বেশি ভর্তি হওয়ায় হাসপাতালে চাপ বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষায় ২৮২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬৫ জন।সুস্থ হয়ে ওঠা রোগীর চেয়ে ১১৭ জন বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে গত বেশ কিছুদিন ধরে প্রতিদিনই দুই শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ৫ সেপ্টেম্বর সারা দেশে হাসপাতালে ভর্তি ছিল ৮০৬ জন ডেঙ্গু রোগী। ৬ সেপ্টেম্বর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৫০ জনে।গতকাল বেড়ে হয় ৮৮৯ জন। এর মধ্যে ৬ সেপ্টেম্বর একদিনেই পাঁচজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। তবে গত ২৪ ঘণ্টায় করোনা ও ডেঙ্গুতে কেউ মারা যাননি। মোট ডেঙ্গু রোগীর ৭৯ শতাংশই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি

জাতীয়