লিটনের ব্যাটিং পজিশন নিয়ে যা বললেন সুজন

লিটনের ব্যাটিং পজিশন নিয়ে যা বললেন সুজন

মিরপুরে সোমবার থেকে শুরু হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের তিন দিনের ক্যাম্প। কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছিল ওপেনার লিটন দাস ওপেনিংয়ে নন খেলবেন চার নম্বর পজিশনে। যদিও টিম লিডার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করে বলেননি লিটন কোথায় খেলবেন। এটুক জানালেন লিটন যেখানেই খেলবে তার দায়িত্ব কি থাকবে সেটা বুঝিয়ে দেওয়া হবে।সোমবার মিরপুরে প্রথম দিনের ক্যাম্প শেষে গণমাধ্যমে এ কথা জানিয়েছেন সুজন।

এ নিয়ে টিম লিডার বলেন, ‘আমি এটুকু বলতে পারি, অন্তত ১-২-৩-৪ নির্দিষ্ট হয়ে যাবে। তারপর হয়তো আমরা অবস্থা বুঝে ব্যাটিং অর্ডারে বদল আনতেও পারি। তবে যাকেই আমরা দিবো, একটা নির্দিষ্ট রোল দেওয়া হবে কোচও ওটাই বিশ্বাস করে। যদি আমরা লিটনকে চারে খেলাই, ওকে চারের দায়িত্বটাই বুঝিয়ে দেওয়া হবে। ’

যদিও টিম লিডার সুজনের বক্তব্যে কিছুটা নিশ্চিত হওয়া গিয়েছে যে টপ অর্ডারে বড় কোন পরিবর্তন আসছে না। অবশ্য মিডল অর্ডারে ডানহাতি-বামহাতি কম্বিনেশন হবে কিনা সেটাও ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে।সুজন বলেন, ‘আমরা টপঅর্ডারে এতো বেশি পরিবর্তন করবো না। আমরা সবাইকে সেট করতে চাই একটা জায়গায়। মিডলঅর্ডারে ক্ষেত্র বিশেষে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন যদি আমাদের করতে হয় তাহলে সেটি ভেবে দেখবো। আমরা চাই যে, টপঅর্ডারে যারা ব্যাট করবে তারা যেন খোলা মনেই ব্যাট করে।

খেলাধূলা