ভারতেই তৈরি হবে সুইডেনের অত্যাধুনিক কার্ল গুস্তাফ এম৪ অস্ত্র?

ভারতেই তৈরি হবে সুইডেনের অত্যাধুনিক কার্ল গুস্তাফ এম৪ অস্ত্র?

বিখ্যাত কার্ল গুস্তাফ এম৪ অস্ত্র তৈরির কারখানা খোলা হচ্ছে ভারতে। মঙ্গলবার তা জানাল সুইডেনের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্যাব।

ভারতের কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে। তবে কোথায় কারখানা গড়ে তোলা হবে, তা এখনও স্পষ্ট নয়।স্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্যাব এফএফভি ইন্ডিয়া’ নামে একটি নতুন সংস্থা ২০২৪ সাল থেকে কার্ল গুস্তাফের রকেট লঞ্চার তৈরি করা শুরু করবে ভারতে। ভারতীয় সেনাবাহিনীর জন্যই তৈরি করা হবে ওই অত্যাধুনিক অস্ত্র। এই প্রথম সুইডেনের বাইরে কোথাও কার্ল গুস্তাফ রকেট লঞ্চার তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্যাব। তবে ১৯৭৬ সাল থেকেই স্যাবের তৈরি অস্ত্র ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।

সংস্থার কর্মকর্তা জর্জেন জোহানসন বলেন, “ভারতে কার্ল গুস্তাফ এম৪-এর কারখানার খোলার সিদ্ধান্ত খুবই সাধারণ পদক্ষেপ। কারণ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। ”

তবে এই বিনিয়োগ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাননি জোহানসন। সূত্র: রয়টার্সদ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস

আন্তর্জাতিক