কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ হিসেবে মানচিত্রে দেখানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়।
এক ঘণ্টার বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে রাষ্ট্রদূত অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তাদের মানচিত্রে সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে জানতেই রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে তিনি (রাষ্ট্রদূত) জানান, ভুলক্রমে এমনটা হয়ে থাকতে পারে। তবে এমন ভুল কীভাবে হলো তা খুঁজে বের করে জানাতে বলা হয়েছে রাষ্ট্রদূতকে।