সীমান্তপথে অনুপ্রবেশের দায়ে ১৯ মাস ভোগ করা এক দম্পতিকে শিশুসন্তানসহ ভারতে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী ৭৬ নম্বর প্রধান খুঁটির পাশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করা হয়।
কারাভোগ করা ভারতীয়রা হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার হায়দারবেলিয়া গ্রামের মৃত রতন দের ছেলে সুমন দে (৪২), তাঁর স্ত্রী সুজাতা দে (৩৮) এবং তাঁদের শিশুপুত্র শুভজিৎ দে (৯)।হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৬ বিজিবির দর্শনা আইসিপি (আন্তর্জাতিক চেকপোস্ট) কমান্ডার নায়েক সুবেদার আবদুল জলিল, দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা, দর্শনা ইমিগ্রেশনের এসআই আবু নাঈম, পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য কামাল উদ্দিন এবং এনজিও প্রতিনিধি ইউনুস আলী। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের গেদে আইসিপি কমান্ডার নগেন্দার পাল, কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবিন মুখার্জি, গেদে ইমিগ্রেশন ইনচার্জ এস কে তিওয়ারী, শুল্ক বিভাগের ইনচার্জ অজয় নারায়ণ রায়, পুলিশের গোয়েন্দা শাখার (ডিআইবি) সদস্য অমিত রায় এবং এনজিও প্রতিনিধি চিত্তরঞ্জন নাথ।
এদিকে খবর পেয়ে দর্শনা-গেদে সীমান্তের শূন্যরেখায় ছুটে আসেন সুমন দের ছোট মেয়ে চিত্রা দে (১৩) ও বড় ভাই সুখেন্দু দে। প্রায় দুই বছর পর মেয়েকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুজাতা দে। বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। চিত্রাও কাঁদতে থাকে। এরপর মুঠোফোনে ভিডিও কলে বড় মেয়ে মিত্রা দে এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন সুমন-সুজাতা দম্পতি।