আর্জেন্টিনা বিশ্বকাপ দল ফাঁস.

আর্জেন্টিনা বিশ্বকাপ দল ফাঁস.

কাতার বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ফিফার নিয়মানুযায়ী, বিশ্বকাপের জন্য শুক্রবারের মধ্যে ৩২ দলকেই ৩৫ থেকে ৫৫ সদস্যের প্রাথমিক দল দিতে হবে। আজ বিশ্বকাপের জন্য ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই প্রাথমিক দল প্রকাশ করা বাধ্যতামূলক নয়।

আর্জেন্টিনা কর্তৃপক্ষও প্রকাশ করেনি। তবে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, লিওনেল স্কালোনির ৪০ জনের এই প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে।

ফাঁস হয়ে যাওয়া আর্জেন্টিনার এই দলে রাখা হয়েছে চোটাক্রান্ত দুই ফুটবলার আনহেল দি মারিয়া ও পাওলো দিবালাকে। তবে জায়গা হয়নি মাউরো ইকার্দির। সিরি ‘আ’তে লিসের বিপক্ষে পেনাল্টি নিতে গিয়ে চোটে পড়েন রোমা মিডফিল্ডার দিবালা। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মাসখানেকের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে দিবালাকে। বিশ্বকাপের আগে তাঁর ফেরার সম্ভাবনা ক্ষীণ। এরপরও তাঁকে প্রাথমিক দলে রেখেছেন লিওনেল স্কালোনি।

অন্যদিকে দিবালার দুই দিন পর চোট পান জুভেন্টাস তারকা দি মারিয়া। চ্যাম্পিয়নস লিগে মাকাবি হাইফার বিপক্ষে ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।জুভেন্টাস জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে দি মারিয়াকে। সে ক্ষেত্রে বিশ্বকাপের আগে এই উইঙ্গারের মাঠে ফেরা নিয়ে খুব একটা শঙ্কা নেই। বেশ কিছুদিন ধরে লিওনেল মেসির নেতৃত্বে দলটির আক্রমণভাগে নিয়মিতরা সবাই আছেন এ দলে।

আগামী ১৪ নভেম্বরের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। এখন ঘোষিত প্রাথমিক দল থেকেই ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিতে হবে দেশগুলোর। তবে চোটে কেউ ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে তালিকার বাইরে খেলোয়াড় নেওয়া যাবে।

বিশ্বকাপে গ্রুপ সি–তে আর্জেন্টিনা লড়বে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল।

আন্তর্জাতিক