ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী নেতা জেইর বলসোনারোকে হারিয়েছেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডি সিলভা।

এই নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে লুলা পেয়েছেন ৫০.৮৩ শতাংশ ভোট আর বলসোনারো পেয়েছেন ৪৯.১৭ শতাংশ।

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আগামী বছরের (২০২৩) পহেলা জানুয়ারি শপথ নেবেন লুলা।

২০ বছর আগে লুলা প্রথম বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।শ্রমিক ইউনিয়নের নেতা লুলা জনপ্রিয় হয়েছিলেন বেতন ভাতাসহ শ্রমিকদের নানা সুযোগ সুবিধার আন্দোলন দিয়ে।

শিক্ষার বিস্তার ও নানা সমাজকল্যাণমূলক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে লাখ লাখ ব্রাজিলীয়কে লুলা দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি দিয়েছিলেন। তবে তার জীবনেও বিতর্ক আছে, দুর্নীতির মামলায় তাকেও ৯ বছর কারাগারেও কাটাতে হয়েছে।

আন্তর্জাতিক