ব্যাংকিং নীতিমালার অনেক কিছুই মানছে না এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। দরপত্র ছাড়াই কেনাকাটা, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া কর্মকর্তা পদে অনভিজ্ঞ লোক নিয়োগসহ নিয়মবহির্ভূতভাবে আলাদা কোম্পানি বানিয়ে নিজ ব্যাংকের সঙ্গেই ব্যবসা করছেন ব্যাংকের চেয়ারম্যানসহ ৯ পরিচালক। ক্রয়, সেবা ও নিয়োগ-বাণিজ্যের হোতা এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও গোলাম আউলিয়া। এনআরবিসি ব্যাংকের আদলে ‘এনআরবিসি ম্যানেজমেন্ট লিমিটেড’ নামে আলাদা কোম্পানি গড়ে নিজেদের ব্যাংকের সঙ্গে নিয়োগসহ ব্যবসায়িক কার্যক্রমে জড়িত থাকার ঘটনাকে ব্যাংকিং খাতের শৃঙ্খলার ক্ষেত্রে উদ্বেগজনক, অনৈতিক এবং ব্যাংকিং সুশাসনের পরিপন্থী হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এমন বর্ণনা উঠে এসেছে।
একাধিক উদ্যোক্তা-পরিচালকের দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের একটি দল ১৫ কর্মদিবস পরিদর্শন কার্যক্রম চালিয়ে প্রতিবেদন জমা দিয়েছে।https://www.ajkerpatrika.com/249303/%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87%E0%A6%93-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF