বড় ধরনের বাজারমূল্য হারিয়েছে টেসলা। গত এপ্রিলে ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণের নিলামে অংশ নেয়ার পর থেকেই পুঁজিবাজারে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারদর নিম্নমুখী রয়েছে। এতে সম্পদের পরিমাণ কমেছে সংস্থাটির প্রধান নির্বাহীর। এ কারণে এবার তিনি বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারালেন। ইলোন মাস্ককে টপকিয়ে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে জায়গা করে নিয়েছেন বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড এলভিএমএইচের প্রধান নির্বাহী বেহনা আহনোঁ। ফোর্বস ও ব্লুমবার্গ উভয় বিলিয়নেয়ার সূচকেই সম্পদের দিক থেকে তিনি টুইটারের সিইওকে ছাড়িয়ে গিয়েছেন।
গত সপ্তাহেও বেহনা আহনোঁ বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন। তবে কিছু সময় পরই তিনি আবারো ইলোন মাস্কের পেছনে পড়ে যান। ইলোন মাস্ক টেসলারও সিইও এবং সংস্থাটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। ইভি নির্মাতা প্রতিষ্ঠানটিতে তার প্রায় ১৪ শতাংশ অংশীদারত্ব রয়েছে। গত অক্টোবরে তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটার অধিগ্রহণ সম্পন্ন করেছিলেন।
ফোর্বসের মতে, ইলোন মাস্কের সম্পদের পরিমাণ এখন প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। অন্যদিকে বেহনা আহনোঁর সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার।
টুইটার কেনার অর্থ সংগ্রহণে টেসলার একের পর এক শেয়ার বিক্রির ঘোষণায় পুঁজিবাজারে সংস্থাটির শেয়ারদরে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। তাছাড়া ইলোন মাস্ক টুইটার কেনার ঘোষণার পর থেকেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা শঙ্কায় রয়েছে। টুইটারে বেশি সময় দিলে তিনি বিশ্বের শীর্ষ ইভি নির্মাতা প্রতিষ্ঠানটির দিকে খুব বেশি মনোযোগ দিতে পারবেন না বলে আশঙ্কা করছেন তারা।
আবার মাইক্রোব্লগিং সাইটটি কেনা নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন মাস্ক। স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যসংক্রান্ত জটিলতার জেরে তিনি টুইটার অধিগ্রহণ স্থগিতের ঘোষণাও দিয়েছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে টুইটার মামলা করলে পাল্টা পদক্ষেপ হিসেবে তিনিও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকে দেন। অনেক বিশ্লেষক মনে করেন, টুইটার অধিগ্রহণ নিয়ে বিভ্রান্তি টেসলার শেয়ারদর পতনের অন্যতম কারণ।