একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী পক্ষে মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে সকাল ৯ টায় জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে মেজর (অব.) আবদুল মান্নান বলেন ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়।তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহংকার।
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত যুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়।
এছাড়া মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। সব ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখি, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সহ- সভাপতি মহসীন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক শাহ আলম শাহীন, বিকল্প শ্রমজীবী ধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিবেব একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী, নোয়াখালী জেলা শাখার আহবায়ক ডা. শাহাদাত হোসেন, বিকল্পযুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, আইন বিষয়ক সম্পাদক শওকত হাসান, যুবধারার সাবেক প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন ভূইয়া, বিকল্পযুবধারা আশুলিয়া থানার সভাপতি আরিফুল ইসলাম সবুজ প্রমুখ।