ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বয়স জালিয়াতি করে ৭৫০ কর্মী নিয়োগ জালিয়াতি করে যাঁরা পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নিয়েছেন, তাঁদের অপসারণ করতে চায় সংস্থাটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বয়স জালিয়াতি করে ৭৫০ কর্মী নিয়োগ জালিয়াতি করে যাঁরা পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নিয়েছেন, তাঁদের অপসারণ করতে চায় সংস্থাটি।

লোক একজন, কিন্তু তাঁর জাতীয় পরিচয়পত্র দুটি। এর একটিতে ওই ব্যক্তির বয়স ৪৭, আরেকটিতে ৪৫। আবার জন্মনিবন্ধনের তারিখ অনুযায়ী তাঁর বয়স দাঁড়ায় ৫৫ বছর। সাড়ে সাত শতাধিক পরিচ্ছন্নতাকর্মী চাকরিতে যুক্ত হওয়ার সময় বয়স নিয়ে এমন জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভাগীয় তদন্তে বয়স জালিয়াতির এমন অনিয়ম উঠে এসেছে। এখন এসব ব্যক্তিকে চাকরি থেকে অপসারণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে আগে খুব একটা কড়াকড়ি ছিল না। তাই নানাভাবে বয়স লুকিয়ে অনেকেই পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নিয়েছেন। বয়স জালিয়াতি করে চাকরি নিতে অনেকে আবার ঘুষও দিয়েছেন।

 

 

এমন জালিয়াতি করে চাকরি নেওয়ার কারণ খুঁজতে গিয়ে পাওয়া গেল বিস্ময়কর তথ্য। কোনোভাবে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি হলে কাজে ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে ‘খুশি’ করতে পারলে কাজ না করেও চাকরি টিকিয়ে রাখা যায়। এই সুযোগ নিতেই অনেকে টাকা দিয়ে চাকরি নিয়েছেন। তাঁদের একটি অংশ কাজ না করেই বেতন নিয়ে থাকেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।বিস্তারিত

Others