৫০ হাজার বিদেশি অবৈধ

৫০ হাজার বিদেশি অবৈধ

ভিসার মেয়াদ শেষ হলেও অন্তত ৫০ হাজার বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। পর্যটন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজসহ বিভিন্ন ভিসায় তাঁরা এ দেশে এসেছেন। ভিসার মেয়াদ শেষে অবৈধ হয়ে পড়া বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরালো করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখা (এসবি), গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন বিভাগের সূত্রে জানা যায়, দেশে এখন ১ লাখ ৬০ থেকে ৭০ হাজার বিদেশি নাগরিক অবস্থান করছেন। প্রতিদিন যাওয়া-আসার মধ্যে থাকেন তিন থেকে চার হাজার বিদেশি। অবৈধ হয়ে পড়া বিদেশির সংখ্যা অন্তত ৫০ হাজার।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়ই তাঁদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। প্রকৃত বিনিয়োগকারী এবং ভিসার শর্ত মেনে যাঁরা অবস্থান করছেন, তাঁদের কোনো অসুবিধা যেন না হয়, সেটিও দেখা হচ্ছে। তবে যাঁরা মাসের পর মাস, বছরের পর বছর ভিসার শর্ত না মেনে অবস্থান করে নানা অপরাধে জড়াচ্ছেন, টাকা পাচার করছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।বিস্তারিত

জাতীয়