বাজার করতেই পকেট ফাঁকা ♦ নিত্যপণ্যের বাজারে দিন দিন অস্থিরতা বাড়ছেই ♦ ডিমের ডজন আবারও ১৫০ টাকা ♦ ব্রয়লার মুরগি ও রসুনের কেজি ছাড়িয়েছে ২০০ টাকা ♦ তেল, চিনি ডাল, সবজি মাছ-মাংসের বাজারও চড়া

বাজার করতেই পকেট ফাঁকা ♦ নিত্যপণ্যের বাজারে দিন দিন অস্থিরতা বাড়ছেই ♦ ডিমের ডজন আবারও ১৫০ টাকা ♦ ব্রয়লার মুরগি ও রসুনের কেজি ছাড়িয়েছে ২০০ টাকা ♦ তেল, চিনি ডাল, সবজি মাছ-মাংসের বাজারও চড়া

ঘটনাপ্রবাহ-১। জামিল হোসেন। বেসরকারি ব্যাংক কর্মকর্তা। তাঁর সঙ্গে দেখা হয় রামপুরা বাজারে। তিনি বলেন, আগে সবচেয়ে বেশি পেরেশানি ছিল বাড়ি ভাড়া নিয়ে। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে খাবারের খরচ। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে মাছ-মাংস ছেড়ে সবজি আর ডালভাত খাওয়াও কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে। বেতনের প্রায় অর্ধেকই চলে যায় বাড়ি ভাড়ায়। সঙ্গে গ্যাস-বিদ্যুৎ বিল- দুটোই বেড়েছে। এরপর দুই সন্তানের স্কুলের বেতন গত বছর ছিল ৫ হাজার, এখন ৭ হাজার। ছয় মাস আগে বাবা-মায়ের ওষুধের জন্য রাখতাম ৩ হাজার টাকা, এখন ৫ হাজার টাকা। যাতায়াত খরচের জন্য আলাদা রেখে দিতে হয় ৫ হাজার টাকা, যা আগে ৩ হাজার টাকায় চলা যেত। খাওয়াদাওয়া বাবদ যেখানে ৬-৭ হাজার টাকায় ভালোভাবে চলা যেত, সেখানে এখন ১০-১২ হাজার টাকায়ও চলা যায় না। সঞ্চয় বলতে কিছুই করতে পারি না।বিস্তারিত

অর্থ বাণিজ্য