সতর্ক অবস্থানসহ পাল্টা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ

সতর্ক অবস্থানসহ পাল্টা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সরকার পতন ও ১০ দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীতে সতর্ক অবস্থানসহ পাল্টা কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না। বিএনপি-জামায়াত যাতে কোনো সহিংসতা করতে না পারে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে শান্তি সমাবেশের মতো কর্মসূচিসহ সতর্ক পাহারায় থাকব। তবে তারা যদি কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা করে, রাজনৈতিকভাবে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

বিএনপির বিগত দিনের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ। গত ১০ ডিসেম্বরের গণসমাবেশ, ৩০ ডিসেম্বরের গণমিছিল, ১১ জানুয়ারির গণ-অবস্থান এবং পরে চার দিনের পদযাত্রা, ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ ও ১১ ফেব্রুয়ারি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে বিএনপি-জামায়াত পদযাত্রা কর্মসূচিতে সতর্ক অবস্থান ছিল।

আওয়ামী লীগ সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজ রাজধানীর মোহাম্মদপুরে হাজী মকবুল হোসেন কলেজে বিকাল ৩টায় শান্তি সমাবেশ করবে। এতে ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া বিএনপি-জামায়াত পদযাত্রা কর্মসূচির নামে যাতে কোনো সহিংসতা না করতে পারে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে রাজধানীর অলিগলি, পাড়া-মহল্লা, থানা, ওয়ার্ড ও ইউনিটের দলীয় কার্যালয়সহ এলাকাভিত্তিক সতর্ক অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। গত ১০ ফেব্রুয়ারি গাজীপুর ও ১১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও যশোরসহ বিভিন্ন জেলায় ‘পদযাত্রা’র নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাধারণ মানুষ ও পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষের জানমালের ক্ষতিসহ গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আজ শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হবে। একই সঙ্গে বিকাল ৪টায় ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ফার্মগেটে অনুষ্ঠিত হবে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

আওয়ামী লীগ সূত্রে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণা, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান, উঠান বৈঠক, পথসভা এবং দিবসভিত্তিক কর্মসূচি। এরই অংশ হিসেবে আজ শুক্রবার মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করবে উত্তর আওয়ামী লীগ। এ ছাড়া বিএনপি-জামায়াত নৈরাজ্য করতে পারে, তাই রাজধানীর অলিগলিতে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  বলেন, বিএনপি-জামায়াত যাতে পদযাত্রা কর্মসূচির নামে সহিংসতা করতে না পারে, তার জন্য আওয়ামী লীগের নেতারা সতর্ক অবস্থানে থাকবে। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করবে। জামায়াত-বিএনপি যদি নৈরাজ্য বা সহিংসতা করে নেতাকর্মীরা মাঠে থেকে সমুচিত জবাব দেবে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির  বলেন, বিএনপি-জামায়াত পদযাত্রা কর্মসূচির নামে যাতে কোনো সহিংসতা করতে না পারে, তার জন্য থানা, ওয়ার্ড, ইউনিট, পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থানে থাকবে আমাদের নেতাকর্মীরা। তবে দক্ষিণ আওয়ামী লীগের কোনো কর্মসূচি না থাকলেও সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ বিএনপির পদযাত্রা কর্মসূচির রুটে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান  বলেন, থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, প্রত্যেকে যাতে এলাকাভিত্তিক আজ শুক্রবার সতর্ক অবস্থান নেয়। যাতে বিএনপি-জামায়াত বিক্ষোভ কর্মসূচির নামে কোনো সহিংসতা করতে না পারে।
মোহাম্মদপুরে হাজী মকবুল হোসেন কলেজে বিকালে হবে শান্তি সমাবেশ। এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা উত্তরা, মোহাম্মদপুর ও শ্যামলীসহ পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান থাকবে। বিএনপি-জামায়াত যদি কোনো নৈরাজ্য করে তবে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

রাজনীতি