গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলমের কাছে বিদ্যুৎ বিল ৩৭ লাখ ৫ হাজার ৫শ’ ৭০ টাকা বকেয়া থাকলেও তিনি তা পরিশোধ করেননি। তবে বিদ্যুৎ অফিসের সঙ্গে তিনি গোপন আঁতাত করেছেন বলে নিশ্চিত হয়েছে ভোরের পাতা।
এমনকি গাজীপুর পল্লী বিদ্যু’ সমিতি-১ থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার মুহম্মদ শাহীন রেজা ফরাজী স্বাক্ষরিত গত ৪ ফেব্রুয়ারি চিঠিতে এ্যাড. মো. জাহাঙ্গীর আলমকে ‘বকেয়া বিদ্যুৎ বিল ও মিটার বিহীন বিদ্যুৎ বিল পরিশোধ প্রসঙ্গে’ বিষয় উল্লেখ করে জানানো হলেও তা সরাসরি অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম।
ভোরের পাতার সাথে আলাপকালে এ্যাড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি এ ধরনের বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে কিছুই জানি না। প্রথমেই তিনি বলেন, বিদ্যুৎ বিল আপনি (এ প্রতিবেদক) পরিশোধ করে দেন। তখন প্রতিবেদক বলেন, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আপনাকে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নোটিশ দেয়া হয়েছে, আমাকে দেয়া হয়নি। পরবর্তীতে তিনি বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকলে এটা গ্রাহক হিসাবে তার এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিষয়। সেখানে সাংবাদিকরা কেন আসবেন? এমন প্রশ্নও রাখেন তিনি। মাত্র ১ মিনিট ৪৪ সেকেন্ডের কথোপকথনে জাহাঙ্গীর আলম এর বেশি কিছু বলতে রাজি হননি।বিস্তারিত