দুই টার্গেটে আওয়ামী লীগ বিএনপি

দুই টার্গেটে আওয়ামী লীগ বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ অন্যান্য রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের প্রায় এক বছর বাকি থাকলেও বগুড়া শহরের বিভিন্ন দেয়াল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসনভিত্তিক শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে কি না তা নিয়ে জেলার রাজনৈতিক পাড়ায় চলছে নানা বিশ্লেষণ। এর মধ্যেই জেলার ৭টি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। স্থানীয়দের কেউ বলছেন বিএনপি ভোটে আসবে, আবার কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আসবে না। দলীয় সিদ্ধান্ত যেমনই হোক, বিএনপির মধ্যেও অনেক নেতা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে মুখিয়ে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় দল গুছিয়ে জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষা করছে বিএনপি। দলটি বগুড়ায় নিজেদের হারানো দুর্গ পুনরুদ্ধার করতে চায়। আর সেই দুর্গে হানা দিয়ে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। আর জাতীয় পার্টি (জাপা), জাসদ তাদের আসন ধরে রাখতেও তৎপরতা চালাচ্ছে। সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বগুড়ার ৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ দুটি, বিএনপি দুটি, জাতীয় পার্টি দুটি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ