এক শ্রেণির গ্রাহক ইচ্ছা করে ঋণ পরিশোধ না করায় গত এক বছরে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ১৬ দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। এর আগের বছর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৪ কোটি টাকা। এক বছরে বেড়েছে ১৭ হাজার ৩৮২ কোটি টাকা। খেলাপি ঋণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল এ প্রতিবেদন প্রকাশিত হয়।
মহামারি করোনাভাইরাসে সৃষ্ট সংকটের কারণে ঋণগ্রহীতাদের সুরক্ষা দিতে নীতি ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে ২০২০ সালে ঋণের কিস্তি পরিশোধ না করেই খেলাপি হওয়া থেকে মুক্তি পান গ্রাহকরা। পরের বছর ২০২১ সালেও দেওয়া হয়েছিল নীতিছাড়। ঋণ গ্রহীতারা নীতিছাড়ের সেই সুবিধা ভোগ করেন ২০২২ সালেও। কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ পুনঃতফসিলের নীতিমালাও সহজ করেছে। ফলে ব্যাংকগুলোই ঋণ পুনঃতফসিলের সব ক্ষমতা পেয়েছে। এসব ছাড়ের পরও ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে।বিস্তারিত