একুশে বইমেলা মানহীন বইয়ের ছড়াছড়ি, টাস্কফোর্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

একুশে বইমেলা মানহীন বইয়ের ছড়াছড়ি, টাস্কফোর্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

প্রকাশনা সংস্থা পাঠকবাড়ি এ বছরই প্রথম স্টল পেয়েছে অমর একুশে বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে স্টল পাওয়া এই প্রকাশনী থেকে এ পর্যন্ত ৪২টি বই বের হয়েছে। এর মধ্যে প্রকাশক হাসানুর রশীদের নিজের বইয়ের সংখ্যাই ২৮। জানা গেল, প্রকাশনাটির কোনো সম্পাদনা পরিষদ নেই। পাশেই রূপসী বাংলা ও পাণ্ডুলিপি প্রকাশনীর স্টলে বিদেশি প্রখ্যাত লেখকদের বইয়ের অনুবাদ বিক্রি হচ্ছে।

জানা গেল, এসব বই অনুবাদ ও বিক্রিতে মূল লেখকের অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে রূপসী বাংলার ব্যবস্থাপক বদরুল ইসলাম বলেন, অনুবাদের বই প্রকাশে অনুবাদককে মূল লেখকের অনুমতি নিতে হয় কিনা, সে সম্পর্কে তাঁর জানা নেই। শুধু পাঠকবাড়ি, রূপসী বাংলা বা পাণ্ডুলিপি নয়; মেলা প্রাঙ্গণ ঘুরে আরও বেশ কিছু প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলে জানা যায়, তাদেরও সম্পাদনা পরিষদ নেই। অর্থাৎ সম্পাদনা ছাড়াই তারা প্রকাশ করছে গল্প, কবিতা, উপন্যাস ছাড়াও গবেষণাধর্মী বই। এ ছাড়া অনেক প্রকাশনীর স্টলে দেদার বিক্রি হচ্ছে পাইরেটেড ও ভিন্ন প্রকাশনীর বই। মূল লেখকের অনুমতি ছাড়া ছাপানো অনুবাদ বই ও নিম্নমানের কাগজে ছাপা বইয়েরও ছড়াছড়ি।বিস্তারিত

সাহিত্য