যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বদলে বহু মেরুর শাসন চায় চীন-রাশিয়া

যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বদলে বহু মেরুর শাসন চায় চীন-রাশিয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পৃথিবী শাসনে একাধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই একাধিপত্যকে পেছনে ফেলে এবার বহু মেরুর শাসন চাইছে চীন-রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন চীনের কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ইয়ে। বুধবার রাশিয়ার মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুতিন বলেন, একটি নতুন মাইফলক তৈরি করতে যাচ্ছে মস্কো ও বেইজিং সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে পরিকল্পনা অনুযায়ী রাশিয়া-চীনের সম্পর্ক বিকশিত হচ্ছে বলে জানান তিনি।

পুতিনের অভিমত, বর্তমানের আন্তর্জাতিক সম্পর্কগুলো জটিল সময় পার করছে এবং বেশ উদ্বেগ-শঙ্কায় তারা দিন কাটাচ্ছে। বাণিজ্য সম্পর্কে কথা বলতে গিয়ে পুতিন বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ও চীনের মধ্যে আন্তঃসহযোগিতা বজায় রাখা জরুরি। মস্কোতে ওয়াং ইয়ের এই ভ্রমণে কড়া নজর রাখছে পশ্চিমা দেশগুলো। বিস্তারিত

আন্তর্জাতিক