২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এতে শুধু ইউক্রেনই ক্ষতিগ্রস্ত হয়নি, বিপর্যস্ত হয়েছে বিশ্ব অর্থনীতি, যার প্রভাব পড়েছে সারা বিশ্বে। দাম বেড়েছে জ্বালানি তেল ও ভোগ্যপণ্যের। গত এক বছরে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারের। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৪২ শতাংশ। কয়লার দাম বেড়েছে ৭১ শতাংশ। গমের দাম বেড়েছে ৩৬ শতাংশ। চলতি বছর ক্ষতি হতে পারে ১ লাখ কোটি ডলার। এক বছরে মারা গেছেন ইউক্রেনের ৭ হাজারের বেশি বেসামরিক মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের মতো বাসিন্দা। যুদ্ধ কেবল একটি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি। বিপর্যস্ত করেছে গোটা বিশ্বের অর্থনীতিকে। চলমান এই যুদ্ধ বদলে দিয়েছে বিশ্ববাণিজ্যের গতিপ্রকৃতি। ইউরোপের দেশগুলোর ৪০ শতাংশ জ্বালানি আমদানি হতো রাশিয়া থেকে। বিস্তারিত