বিজ্ঞাপন নিয়ে বেআইনি চুক্তি, ৬০ কোটি রাজস্ব বঞ্চিত ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন নিয়ে বেআইনি চুক্তি, ৬০ কোটি রাজস্ব বঞ্চিত ঢাকা উত্তর সিটি করপোরেশন

সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল-২০১৬ অনুযায়ী, সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের জায়গায় এলইডি সাইনবোর্ড, লাইট বোর্ড কিংবা ট্রাইভিশনে বিজ্ঞাপন প্রচার করতে হলে বর্গফুটপ্রতি নির্ধারিত হারে কর দিতে হয়। সঙ্গে পরিশোধ করতে হয় মূল্য সংযোজন করও (মূসক/ভ্যাট)। এলইডি সাইনবোর্ডের ক্ষেত্রে প্রতি বর্গফুটে বিজ্ঞাপন কর ২০ হাজার টাকা।

ঢাকা উত্তর সিটির রাজস্ব বিভাগ সূত্রে, সৌন্দর্যবর্ধনের বিনিময়ে বিজ্ঞাপন প্রচারে প্রতিষ্ঠানগুলো যেভাবে বিজ্ঞাপন প্রচার করছে, এর বিনিময়ে করপোরেশনের প্রতিবছর প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আয় করতে পারত। কিন্তু কর ছাড় দেওয়ায় গত পাঁচ বছরে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সংস্থাটি। বিপরীতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনের বিষয়টি ছিল নামমাত্র।

সরেজমিন দেখা যায়, প্রতিষ্ঠানগুলো সড়কের বিভাজকে অথবা কোনো এক প্রান্তে এলইডি কিংবা ট্রাইভিশন সাইনবোর্ডে স্থাপন করে বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করছে। তবে সড়কের সৌন্দর্য অনেকটাই ম্রিয়মাণ। কোথাও শুধু ঘাস লাগানো হয়েছে। কোথাও আবার কিছু ফুল ও পাতাবাহারগাছ রয়েছে। তবে যত্নের বেশ অভাব।বিস্তারিত

জাতীয়