নিজস্ব প্রতিবেদক
রমজান মাস এলে প্রতিবছর নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তার সুফল তেমনটা আসে না। বর্তমানে দীর্ঘদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের বাজার। অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে রমজানে বেশি ব্যবহার হয় এমন পণ্যের দামও বাড়তে শুরু করেছে। এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামীকাল রবিবার সভার আয়োজন করা হয়েছে।
বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটরিয়ামে বাজার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভোক্তা অধিকারের শীর্ষ কর্মকর্তারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অংশীজন ও ঢাকা সিটির অধীন সকল বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত থাকবেন।
বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
আগামী ৭ মার্চ শবেবরাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। সেই হিসাবে ২৪ মার্চ থেকে সেহরি ও ইফতারের সময়সূচিও চূড়ান্ত করেছে ফাউন্ডেশন।